বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে মাদকদ্রব্য আটক করেছে

ওয়েব ডেস্ক; ৫ আগস্ট: ৫ আগস্ট , সীমান্ত চৌকি ডিএমসি, দক্ষিণবঙ্গ সীমান্তের ৩৫ ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করে, ১০৫০ গ্রাম নেশার (পাইপেরোনাল) জিনিস জব্দ করেছে। এই মাদক চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল।

এদিন কর্তব্যরত জওয়ানরা তাদের দায়িত্বের এলাকায় কিছু সন্দেহজনক গতিবিধি টের পান এবং কিছু চোরাকারবারী তাদের হাতে ব্যাগ নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে অগ্রসর হতে দেখেন। জওয়ানরা চোরাকারবারিদের সতর্ক করে দেয়, চোরাকারবারীরা জওয়ানদের কথা শুনে ভয় পেয়ে যায় এবং ব্যাগটি সেখানে রেখে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটিতে তল্লাশি চালালে ১০৫০ গ্রাম মাদকদ্রব্য পাওয়া যায়। এরপর একটি রাসায়নিক শনাক্তকরণ কিট দিয়ে এই পদার্থটি পরীক্ষা করে সাদা রঙের পদার্থের মধ্যে পাইপরোনাল বা ফিনাইল অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ পাওয়া যায়।

জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য লালগোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ কে আর্য, ডিআইজি, মুখপাত্র, বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, চোরাচালানকারীরা যাতে তাদের ঘৃণ্য পরিকল্পনা চালাতে না পারে সেজন্য চোরাচালানের সম্ভাব্য সব রুটে কড়া নজরদারি রাখা হয়েছে। যার কারণে প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা।

Leave a Reply

Your email address will not be published.