স্বপন মাহাতো; কলকাতা; ২৬ জুলাই: ডুরান্ড কাপের ১৩২ তম সংস্করণে এক অভিনব উদ্যোগ ভারতীয় সেনার। কলকাতায় ডুরান্ড কাপের ফ্লাগ ইন হয় কলকাতার উচ্চতম বিল্ডিং The 42 – এর একেবারে উপর থেকে প্যারাসুট এর মাধ্যমে। সেখান থেকে বেস জাম্প করেন Retd. গ্রুপ ক্যাপ্টেন কমল সিং ওবেরা এবং Retd. Lt. Col. সত্যেন্দ্র বর্মা।
এই ফ্ল্যাগ ইন – এর দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা, পিভিএসএম, ইউওয়াইএসএম, এভিএসএম, এসএম, ভিএসএম, জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চীফ, ইস্টার্ন কমান্ড।

তিনটি ট্রফি, ডুরান্ড কাপ , সিমলা ট্রফি এবং প্রেসিডেন্টস্ কাপ জেনারেল মনোজ পান্ডে, পিভিএসএম, এভিএসএম, ভিএসএম, এডিসি, সেনাপ্রধান, ভারতীয় সেনাবাহিনী, এয়ার চিফ মার্শাল ভি কে চৌধুরী, বিমান বাহিনী প্রধান এবং কল্যাণ চৌবে, প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) দ্বারা যৌথভাবে গত ৩০ জুন, রাজধানী নয়াদিল্লি থেকে “ফ্ল্যাগ-অফ” হয়েছিল।
উল্লেখ্য এইবারের ডুরান্ড কাপ শুরু হতে চলেছে আগামী ৩রা আগস্ট। এবং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসের ৩ তারিখ।