ওয়েব ডেস্ক; ৭ জুলাই: নতুন দিল্লিতে ২রা জুলাই ২০২৩-এর আইন ও বিচার বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়ালের সঙ্গে ভিয়েতনামের বিচারমন্ত্রী লে থান লং-এর দ্বিপাক্ষিক বৈঠক হল আন্তরিক বন্ধুত্বপূর্ণ পরিবেশে । দু’পক্ষেই সংশ্লিষ্ট মন্ত্রকের প্রবীণ আধিকারিকদের নিয়ে প্রতিনিধিদল শামিল ছিল ।
আইন ও বিচার বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল দু’দেশের মধ্যে ৫০ বছরে্র অধিক সময় ধরে তৈরি হওয়া নিবিড় বন্ধুত্বের উল্লেখ করেন । ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভিয়েতনামের ওপর গুরুত্ব দেন তিনি ।
আইন ও বিচার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার এই সুযোগের সদ্ব্যবহার করে দুই পক্ষ আলোচনা করেছে সার্বিক রণকৌশলগত অংশীদারের মর্যাদার সূত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বেশি উচ্চতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ।
আইন ও বিচার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে একটি সমঝোতাপত্র তৈরি করার সম্ভাবনা গড়ার প্রয়াসে গতি আনতে এই বৈঠক সহায়তাকারী হিসেবে প্রমাণিত হয়েছে ।
সমঝোতাপত্র সহ আইন ও বিচার ক্ষেত্রে সহযোগিতার বিস্তৃত পরিপ্রে্ক্ষিত নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে আধিকারিক স্তরে আলোচনায় সম্মত হয়েছে দুই পক্ষ ।