ওয়েব ডেস্ক; ৩ জুন : দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন বিএসএফ সদস্যরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্বের এলাকায় ৩ কেজি মাদকদ্রব্য পাউডার (পাইপেরোনাল) জব্দ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ২ জুন রাতের দিকে বিএসএফের ৩৫ ব্যাটালিয়নের সীমা চৌকি ব আশারিদহ এলাকায় ঘটে। গোয়েন্দা দফতরের তথ্যের ভিত্তিতে জওয়ানরা তাদের এলাকায় টহল দিচ্ছিল। তারপর হঠাৎ করেই জওয়ানরা সীমান্তে চোরাকারবারীদের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন । জওয়ানরা দেখেন, চোরাকারবারীরা ভারতীয় দিক থেকে তাঁর কাঁটার ওপর দিয়ে কিছু মালামাল ফেলে দেওয়ার চেষ্টা করছে। জওয়ানরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারপরে, এলাকায় পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়ে, জওয়ানরা ০৩ কেজি মাদকদ্রব্য পাউডার (পাইপেরোনাল) জব্দ করে।
জব্দকৃত সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালগোলা থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি কর্তব্যরত জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার প্রতিফলন মাত্র। তিনি জনগণকে কোনো অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন। তিনি কড়া ভাষায় বলেন যে বিএসএফ জওয়ানরা কোনো অবস্থাতেই সীমান্তে চোরাচালান বা অন্য কোনো ধরনের অপরাধ ঘটতে দেবে না এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও ছেড়ে দেবে না।