ওয়েব ডেস্ক; দেবাঞ্জন দাস; ১৭ মে: “এই বছরের শেষ থেকে কলকাতা পেতে চলেছে বিএসএনএল এর ৪জি পরিষেবা জানালেন” কলকাতা টেলিফোনস বিএসএনএল এর চিফ জেনারেল ম্যানেজার দেবাশিষ সরকার।
তিনি আরো বলেন আগামী বছরের মাঝামাঝি সময় থেকে কলকাতায় বিএসএনএলের ৫জি পরিষেবা শুরু হবে। বিশ্ব টেলিকম দিবস উপলক্ষে পাবলিক রিলেশন্স সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা চ্যাপ্টার বুধবার এক আলোচনা সভার আয়োজন করে, সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা টেলিফোনস বিএসএনএলের চিফ-জেনারেল ম্যানেজার দেবাশিষ সরকার।
আলোচনা সভার পরে বিএসএনএল – এর বর্তমান পরিষেবা ও গুণগত মান সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন তার সাথে বিএসএনএলের গ্রাহক সংখ্যা দিন প্রতিদিন কমছে এমন প্রশ্নের উত্তরে দেবাশিষ সরকার জানান “সারা ভারতে প্রতি মাসে দু’লক্ষ ফাইবার নতুন কানেকশন এবং ১৮ লক্ষ মোবাইল কানেকশন নতুন ভাবে দেওয়া হচ্ছে। এছাড়া যত কপার কানেকশন ছিল সেগুলিও ফাইবার কানেকশনে পরিণত করা হচ্ছে। এছাড়াও এই বছরের শেষ থেকে কলকাতায় ফোরজি পরিষেবা এবং আগামী বছরের মাঝামাঝি সময়ে থেকে কলকাতায় ফাইভ জি পরিষেবা শুরু হবে। “
গ্রাহকদের জন্য আগামী দিনে বহু পরিষেবা আমরা আগামী দিনে নিয়ে আসছি এমনটাই বলেন দেবাশীষ বাবু।