ওয়েব ডেস্ক; ১৫ মে: বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ৬৮ ব্যাটালিয়নের সীমা চৌকি মামাভাগিনার জওয়ানরা চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করে সীমান্তে বিভিন্ন প্রকারের দামী ওষুধ আটক করেছে। চোরাকারবারীরা এসব ওষুধ বাংলাদেশ থেকে ভারতে আনার চেষ্টা করছিল। জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য ৬,৪৯,৩০০/- টাকা।
১৫ মে, সীমা চৌকি মামাভাগিনার সতর্ক জওয়ানরা তাঁর কাঁটার উভয় পাশে চোরাচালানকারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। জওয়ানরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে থামতে বললে জওয়ানদের কাছে আসতে দেখে চোরাকারবারীরা সীমান্তের দুপাশে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের দামি ওষুধ উদ্ধার করেছে। জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে বেদিকা ট্যাবলেট, ওসিমার্ট ট্যাবলেট ও ক্রিজোসেন্ট ক্যাপ ইত্যাদি।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগদা থানায় হস্তান্তর করা হয়েছে।
৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িতরা চরম বিপাকে পড়ছে। তিনি আরও বলেন, অসৎ উদ্দেশ্যের লোকদের ছাড় দেওয়া হবে না।