ওয়েব ডেস্ক; ১৩ মে: গত ১০ মে, দক্ষিণবঙ্গ সীমান্তের ৫৪ ব্যাটালিয়নের সীমা চৌকি হোরান্দিপুরের জওয়ানরা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কাজ করে, ৭ টি অ্যান্ড্রয়েড ফোন এবং ৪৫০ টি টাইডাল মেডিসিনের পাতা ভর্তি একটি প্লাস্টিকের বস্তা সহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। জব্দকৃত পণ্যের মূল্য ২,৯৫,৯৯৩/- টাকা। যা চোরাকারবারীরাভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
ধৃত পাচারকারীদের পরিচয় মিন্টু মালিক এবং আত্তাব মন্ডল, জেলা নদিয়া বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে চোরাকারবারীরা জানায়, তারা চাপড়ার নিতাই নামের এক ব্যক্তির কাছ থেকে এসব মালামাল নিয়ে বাংলাদেশে পার করতে যাচ্ছিল। এই কাজের জন্য সে ৩৫০০ টাকা পেয়েছে।
আটক চোরাকারবারিদের বাজেয়াপ্ত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক বিভাগ, মাজদিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
৫৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের সাথে জড়িতরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, যাদের মধ্যে কেউ কেউ ধরা পড়ছে এবং আইন অনুযায়ী শাস্তি পাচ্ছে।