শুক্রবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কত মেট্রো পরিষেবা চলবে ব্লু লাইনে

ওয়েব ডেস্ক; ৪ মে: মেট্রো রেলওয়ে ব্লু লাইনে 288টি দৈনিক পরিষেবার পরিবর্তে 5 মে শুক্রবার ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে 234টি (117 UP + 117 DN) পরিষেবা চালাবে। প্রথম ও শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.