মুখোশ নিয়ে প্রদর্শনী

ওয়েব ডেস্ক; ২৯ এপ্রিল: শর্মি’স আর্ট বিয়ন্ড ট্র্যাডিশন এর আয়োজনে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় পটচিত্র, মুখোশ, শাঁখ এই নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হল । ২৮ এপ্রিল শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়।
প্রায় শতাধিক কাজ এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। প্রদর্শনী চলবে আগামী ১লা মে পর্যন্ত। দুপুর দুটো থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকবে।
শিল্পী শর্মিলা সেন জানান, ” এই প্রদর্শনীতে অন্যান্য সবকিছুর মধ্যে বিশেষ আকর্ষণীয় জিনিস হল গাছের গুড়ি দিয়ে তৈরি কাজ যার মূল ভাবনা হলো “প্রকৃতি এবং মা”।
শিল্পীর কথায় প্রকৃতিকে আমরা অন্য রূপে মা হিসেবে দেখি। বর্তমান যুগে গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ দূষণ সবকিছুই আমাদের প্রকৃতি স্বরূপ মাকে দূষিত করছে। তাই প্রকৃতি কিভাবে আমাদের নিজের মমতা দিয়ে সব সময় আলিঙ্গন করে রাখে সেই জিনিসটি আমি বোঝাতে চেয়েছি এই কাজের মধ্যে দিয়ে।”
এই প্রদর্শনীতে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর এবং পূর্ব মেদিনীপুরের কাজ রয়েছে।

শিল্পী আরও বলেন যে পশ্চিমবঙ্গের ভেতরে এত কিছু রয়েছে এত ঐতিহ্য রয়েছে সেগুলি সবই আমাদের চোখের আড়ালে। আমরা বারবার বাংলার বাইরে গিয়ে বিভিন্ন কারুশিল্প নিদর্শন খুঁজতে যাই কিন্তু বাংলার মধ্যেই যে এত বৈচিত্র রয়েছে তা আমরা অনেকেই জানিনা।

যে সমস্ত মুখোশের কাজ গুলি এখানে প্রদর্শিত হয়েছে তা সবই কিন্তু কাঠের।
সেই মুখোশগুলির উপরের দিকে যদি ভালো করে নকশার মধ্যে দেখা যায় তাহলে দেখা যাবে কোন না কোন গল্প সেখানে খোদাই করা হয়েছে। সেখানে স্থান পেয়েছে যেমন বর্তমান যুগের বিভিন্ন ঘটনা তেমনভাবেই পৌরাণিক গল্পগুলো স্থান পেয়েছে এই মুখোশের কারুকাজে।

Leave a Reply

Your email address will not be published.