বিএসএফ আইসিপি পেট্রাপোলের রাস্তা দিয়ে প্রসাধন সামগ্রী পাচারকারী এক বাংলাদেশী যাত্রীকে আটক করলো

ওয়েব ডেস্ক; ২৯ এপ্রিল: ২৮ এপ্রিল দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন ১৪৫ ব্যাটালিয়নের আইসিপি পেট্রাপোলের সতর্ক বিএসএফ জওয়ানরা ১ জন বাংলাদেশী যাত্রীকে প্রসাধনী সামগ্রী সহ আটক করেছে, যেগুলো সে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৪,০২,৯০০/- টাকা।

প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে, ২৮ এপ্রিল প্যাসেঞ্জার টার্মিনাল আইসিপি পেট্রাপোলের দায়িত্বরত বিএসএফ কর্মীরা ১ জন সন্দেহভাজন বাংলাদেশী যাত্রীকে ভারী লাগেজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে যেতে দেখেন। কর্তব্যরত জওয়ানরা ওই যাত্রীকে থামিয়ে প্রশ্ন করলে সে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি বা আইনি কাগজপত্রও দেখাতে পারেননি। এরপর বিএসএফ সদস্যরা ওই যাত্রীকে আটক করে। আটক যাত্রীর পরিচয় মোঃ আজিজ (৬৩), জেলা ঢাকা, বাংলাদেশ বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানায়, সে ঢাকায় একটি মুদি দোকান চালায় এবং ব্যবসায়িক ভিসায় প্রায়ই ভারতে আসে। সে আরও জানায়, কলকাতার বড় বাজার থেকে কসমেটিক সামগ্রী কিনে বাংলাদেশে নিয়ে গিয়ে বিক্রি করে সে মোটা অঙ্কের আয় করে।

আটক যাত্রীকে জব্দ করা সামগ্রী সহ পেট্রাপোল কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বলেছেন যে বিএসএফ সদস্যরা ২৪x ৭ সময় সীমান্ত পাহারা দিচ্ছে এবং সীমান্তে সব ধরণের চোরাচালান কার্যক্রম বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার কারণে চোরাচালানের মতো অপরাধের সাথে জড়িতরা ক্রমাগত ধরা পড়ছে।

Leave a Reply

Your email address will not be published.