সীমান্ত এলাকায় একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করলো বিএসএফ

ওয়েব ডেস্ক; ২৭ এপ্রিল: ২৫ শে এপ্রিল বর্ডার চৌকি মামাভাগিনার মানব পাচার প্রতিরোধ ইউনিট (AHTU), ৬৮ তম বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার চৌকি রামনগর, ৮ তম বর্ডার সিকিউরিটি ফোর্স সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীনে, চাইল্ড লাইন এনজিও, বনগাঁর সাথে যৌথভাবে, সীমান্ত গ্রাম মামাভাগিনায় মানব পাচার এবং কিশোর অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য একটি সেমিনারের আয়োজন করে।

এই কর্মসূচীতে বিএসএফ জওয়ান এবং এনজিও সদস্য সহ মামাভাগিনা গ্রামের শত শত গ্রামবাসী ও ছাত্ররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন দলটি সেখানে উপস্থিত জনগণকে মানব পাচার, বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু যৌন নির্যাতন এবং লিঙ্গ বৈষম্যের মতো সামাজিক বিষয়ে অবহিত করে।

বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, মানব পাচার এবং শিশু যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে বিএসএফ বিভিন্ন এনজিওর সহযোগিতায় বিভিন্ন সময়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে যাতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যায়।

Leave a Reply

Your email address will not be published.