সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সভা

ওয়েব ডেস্ক; ১৩ এপ্রিল: গতকাল বুধবার একাডেমি অফ ফাইনার্স এর সামনে রানুছায়া মুক্ত মঞ্চে সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িকতা বিরোধী সভার আয়োজন করল
দা বেঙ্গল ভলেন্টিয়ার্স । মূলত সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের আলোচনা প্রসঙ্গ ছিল এ দিন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্থ ব্যানার্জি, দীপঙ্কর নাগ, বর্ণালী মুখার্জি, কল্যাণ সেনগুপ্ত।

সংস্থার সভাপতি চন্দন দে বলেন, “জনসচেতনতা মানুষের বিরুদ্ধে শোষণ মহিলা নির্যাতন শিশু শ্রম এই সবকিছু নিয়েই আমরা বারবার আওয়াজ তুলেছি। এবং আগামী দিনে মানুষের স্বার্থ নিয়ে বরাবর কাজ করে যাবো”।
এছাড়া উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর গৌতম বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published.