Kharagpur Train Cancel : কুড়মিদের অবরোধ, প্রায় ৫০টি ট্রেন বাতিল খড়গপুর ও আদ্রায়, দেখুন তালিকা

ডিজিটাল; ৫ এপ্রিল, অর্পণ ভট্টাচার্য : কুড়মি সমাজের ডাকে ১লা এপ্রিল থেকে জঙ্গলমহলের জেলাগুলিতে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ আন্দোলন। বুধবার থেকে কুড়মি সমাজ অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি পালনের ডাক দিয়েছে। ফলে স্তব্ধ হতে চলেছে জঙ্গলমহলের রেল যোগাযোগ। খড়গপুর-টাটানগর সেকশনের খেমাশুলি ও আদ্রা-চান্ডিল সেকশনের কুস্তাউরে প্রস্তাবিত রেল অবরোধের কারণে আগামী ৫ এপ্রিল বুধবার খড়গপুর ও আদ্রা ডিভিশনের প্রায় ৫০টি ট্রেন বাতিল বলে ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। বহু ট্রেন চলবে না সম্পূর্ণ দূরত্ব৷ সেই মর্মে নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ৷ নীচে দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা।

৫ এপ্রিল বাতিল ট্রেনের তালিকা –
১. ০৮৬৪১ আদ্রা-বারকাকানা মেমু প্যাসেঞ্জার স্পেশাল
২. ০৮৬৪৯ আদ্রা-পুরুলিয়া মেমু স্পেশাল
৩. ০৩৫৯৫ বোকারো স্টিল সিটি-আসানসোল মেমু স্পেশাল
৪. ০৩৫৯৮ আসানসোল-রাঁচি মেমু স্পেশাল
৫. ০৮৬৫০ পুরুলিয়া-আদ্রা মেমু স্পেশাল
৬. ১৮০৮৫ খড়গপুর-রাঁচি মেমু স্পেশাল
৭. ১৮১১৬ চক্রধরপুর-গোমো এক্সপ্রেস
৮. ০৩৫৯২ আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু স্পেশাল
৯. ১৩৩০১ ধানবাদ-টাটানগর এক্সপ্রেস
১০. ১৮১৮৩ টাটানগর-দানাপুর এক্সপ্রেস
১১. ০৩৫৯৪ আসালসোল-পুরুলিয়া মেমু স্পেশাল
১২. ১৮০৩৬ হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
১৩. ১৮০৩৫ খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস
১৪. ০৩৫৯৩ পুরুলিয়া-আসানসোল মেমু স্পেশাল
১৫. ১৮১৮৪ দানাপুর-টাটানগর এক্সপ্রেস
১৬. ০৮৬৪৭ আদ্রা-বরাভূম মেমু স্পেশাল
১৭. ০৮০৪৯ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
১৮. ০৮০৫৪ টাটানগর-খড়গপুর মেমু স্পেশাল
১৯. ০৮০১৫ খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
২০. ০৮০৫৫ খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল
২১. ০৮০৬০ টাটানগর-খড়গপুর মেমু স্পেশাল
২২. ১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
২৩. ০৮০৬৯ সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
২৪. ১২০২১ হাওড়া-বারবিল জন শতাব্দী এক্সপ্রেস

২৫. ১২৮৭১ হাওড়া-টিটলাগড় এক্সপ্রেস
২৬. ০৮০৭০ ঝাড়গ্রাম-সাঁতরাগাছি মেমু স্পেশাল
২৭. ০৮১৬০ টাটানগর-খড়গপুর মেমু স্পেশাল
২৮. ০৮০৭১ খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল
২৯. ২২৮৯২ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
৩০. ১৮০৩৩ হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস
৩১. ০৮০৫০ ঝাড়গ্রাম-খড়গপুর মেমু স্পেশাল
৩২. ২২৮৯১ হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস
৩৩. ১৮০৩৪ ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস
৩৪. ০৩৫৯৭ রাঁচি-আসানসোল মেমু স্পেশাল
৩৫. ০৮৬৯৭ ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল
৩৬. ১৮০১৯ ঝাড়গ্রাম-ধানবাদ মেমু এক্সপ্রেস
৩৭. ১২০২২ বারবিল-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস
৩৮. ১২৮১৩ হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস
৩৯. ১২৩৭৬ জসিডি-তামবারাম এক্সপ্রেস
৪০. ১৩৩০২ টাটানগর-ধানবাদ এক্সপ্রেস
৪১. ০৮৬৪২ বরকাকানা-আদ্রা মেমু স্পেশাল
৪২. ১৮০৮৬ রাঁচি-খড়গপুর মেমু এক্সপ্রেস
৪৩. ১৮১১৫ গোমো-চক্রধরপুর মেমু এক্সপ্রেস
৪৪. ১৩২৮৭ দুর্গ-রাজেন্দ্রনগর এক্সপ্রেস
৪৫. ০৮৬৪৮ বরাভূম-আদ্রা মেমু স্পেশাল
৪৬. ০৮৬৯৮ পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
৪৭. ১৮০২০ ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস

৫ এপ্রিল সব স্টেশন যাবে না যে ট্রেনগুলি-

১৮০১১ হাওড়া-আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চলবে
১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস আদ্রা পর্যন্ত চলবে
১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস আদ্রা থেকে ছাড়বে
২২৮৬২ কাঁটাবানজি-টিটলাগড়-হাওড়া এক্সপ্রেস টাটানগর পর্যন্ত চলবে এবং টাটানগর থেকে প্যাসেঞ্জার স্পেশাল হিসেবে ছাড়বে
০৮১৭৩ আসানসোল-টাটানগর মেমু স্পেশাল আদ্রা পর্যন্ত চলবে
০৮১৭৪ টাটানগর-আসানসোল মেমু স্পেশাল আদ্রা থেকে ছাড়বে
১৮০১২ চক্রধরপুর-আদ্রা-হাওড়া এক্সপ্রেস আদ্রা থেকে ছাড়বে
১২৮২৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস আদ্রা থেকে ছাড়বে।

দেখে নিন আপডেট লিস্ট

Leave a Reply

Your email address will not be published.