“ঘাঘর ঘেরা” অবরোধ কর্মসূচি

ওয়েব ডেস্ক; ৪ এপ্রিল: আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুরমালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা সহ রাজ্য সরকারের C.R.I রিপোর্ট ও জাস্টিফিকেশন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে *গত ১লা এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে “ঘাঘর ঘেরা” নামের অবরোধ কর্মসূচি।* ‘কুরমী সমাজ পশ্চিমবঙ্গ’ সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো আগেই পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি-তে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, গত ১লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া সহ বিহার, ঝাড়খন্ড ও উড়িষ্যা রাজ্যের জঙ্গলমহল এলাকা জুড়ে “ঘাঘর ঘেরা” নামে, লাগাতার আন্দোলন কর্মসূচির নেওয়া হয়েছে। এতদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তা অবরোধ চলেছে। আজ ৪ঠা এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য খড়গপুর গ্রামীণের খেমাশুলিতে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি পালন করা হবে। এরজন্য দক্ষিণ পূর্ব রেলের মুম্বাই এবং আদ্রা শাখার ট্রেন বাতিল করা হয়েছে ‌। এরফলে জাতীয় সড়ক এবং রেল যোগাযোগ বন্ধ হ‌ওয়ার সাধারণ মানুষের দূর্ভোগ চরমে উঠবে বলে আশংকা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.