২০ টাকায় কবি সুভাষ থেকে রুবি মেট্রো যাত্রা

ওয়েব ডেস্ক; ২ এপ্রিল :    নিউ গড়িয়া/কবি সুভাষ – রুবি মেট্রো চালু হওয়া নিয়ে বেশ অনেকদিন ধরেই জল্পনা চলছে।  তবে মেট্রো পরিষেবা বাণিজ্যিকভাবে চালু হবার আগে মেট্রো কর্তৃপক্ষ এই রুটের ভাড়া কি হবে তা স্পষ্ট করলো। কলকাতা মেট্রো রেলের নবনিযুক্ত জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই ভাড়ার বিষয়টি জানান। এক্ষেত্রে দক্ষিণেশ্বর বা দমদম যেখান থেকেই আসা হোক না কেন, রুবি পর্যন্ত যাত্রীদের ভাড়া পড়বে ৪৫ টাকা। এছাড়া কালিঘাট, এসপ্ল্যানেড,  চাঁদনী চক বা পার্ক স্ট্রিট এখান থেকে যদি কবি সুভাষ হয়ে রুবি পর্যন্ত কোন যাত্রী আসেন তাহলে তার ভাড়া ধার্য হবে ৪০ টাকা।  মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ হয়ে রুবি পর্যন্ত গেলে ভাড়া গুনতে হবে ৩৫ টাকা। এবং যদি কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোযাত্রা কেউ করেন তাহলে সেক্ষেত্রে তাকে ২০ টাকা ভাড়া দিতে হবে।

কিন্তু এখনো পর্যন্ত সেই মেট্রোযাত্রা কবে শুরু হবে তার সঠিক দিনক্ষণ জানাতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরেই এই নতুন পথে মেট্রো পরিষেবা শুরু হবে বলে জানা গেছে।

জেনারেল ম্যানেজার জানান ভাড়া বহির্ভূত খাতে বিগত আর্থিক বছরে ৩৬.৩৩ কোটি টাকা মেট্রোর আয় হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published.