সোমবার মহাবীর জয়ন্তী’ উপলক্ষে কেমন থাকবে মেট্রো পরিষেবা

ওয়েব ডেস্ক; ২ এপ্রিল: মেট্রো রেলওয়ে 3 এপ্রিল সোমবার ‘মহাবীর জয়ন্তী’ উপলক্ষে ব্লু লাইনে 288টি দৈনিক পরিষেবার পরিবর্তে 234টি (117 UP + 117 DN) পরিষেবা চালাবে ৷

শিয়ালদহ ও সেক্টর V গ্রীন লাইনে ওই দিন ১০৬ টি পরিষেবার বদলে মোট ৯০ টি পরিষেবা চলবে।

প্রথম ও শেষ পরিষেবার সময়ের কোনো পরিবর্তন হবে না ।

Leave a Reply

Your email address will not be published.