২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৮.১৫ শতাংশ হারে সুদ

ওয়েব ডেস্ক; ২৮ মার্চ: কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড তার উপভোক্তাদের ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। অর্থ মন্ত্রকের থেকে চূড়ান্ত অনুমোদনের পর এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। নতুন দিল্লিতে বোর্ডের ২৩৩তম বৈঠকে বৃদ্ধি এবং অতিরিক্ত তহবিলের বিষয়গুলি বিবেচনা করে সুদের এই হার নির্ধারিত হয়েছে। এ বছরের সুদের হার গত বছরের থেকে বেশি।

বোর্ড তার ১১ লক্ষ কোটি টাকার মূলধনের ওপর ভিত্তি করে সদস্যদের মধ্যে ৯০ হাজার কোটি টাকার বেশি বন্টনের প্রস্তাব দিয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে ৯ লক্ষ ৫৬ হাজার কোটি টাকার মূলধনের ওপর ভিত্তি করে সদস্যদের ৭৭,৪২৪ কোটি ৮৪ লক্ষ টাকা বন্টন করা হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় বর্তমান অর্থবর্ষে আয় বৃদ্ধি হয়েছে ১৬ শতাংশের বেশি। এই সময়কালে মূলধনের পরিমাণ বেড়ে ১৫ শতাংশের বেশি হয়েছে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব পৌরোহিত্য করেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি এবং দপ্তরের সচিব শ্রীমতী আরতি আহুজা ট্রাস্টি বোর্ডের এই বৈঠকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

কর্মচারী ভবিষ্যনিধি তহবিল তার সদস্যদের ন্যূনতম মূলধন ঝুঁকি বজায় রেখে অধিক পরিমাণে অর্থ বিতরণ করে। অন্য সব প্রকল্পের তুলনায় এতে সুদের হার বেশি।

Leave a Reply

Your email address will not be published.