ওয়েব ডেস্ক; ২৫ মার্চ: পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রার্থীদের জন্য সুখবর! তাদের অনুরোধে সাড়া দিয়ে এবং উপযুক্ত কর্তৃপক্ষ মেট্রো রেলওয়ে 26 মার্চ রবিবার দীর্ঘ পরিষেবার সময় সহ অতিরিক্ত পরিষেবাগুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷ ঐ দিন মেট্রো পরিষেবা সকাল 8 টা থেকে শুরু হবে৷ সেই নির্দিষ্ট দিনে, 130টি পরিষেবার পরিবর্তে মোট 138টি পরিষেবা চালানো হবে।
শেষ পরিষেবার সময় যথারীতি থাকবে।