বিএসএফ সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় সীমান্ত বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করলো

ওয়েব ডেস্ক; ১৭ মার্চ: ১৬ মার্চ, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন সীমা চৌকি সোনঘাট এবং খুটাদহ, ১৫৯ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে বসবাসকারী দরিদ্র মানুষের কল্যাণে সেলাই মেশিন, কম্বল, সোলার লাইট, বহনযোগ্য টয়লেট এবং ছাত্রীদের স্যানিটারি প্যাড, যুবকদের খেলাধুলার সামগ্রী সহ মোট ২,০১,১১৮/- টাকা মূল্যের সামগ্রী
বিতরণ করেছে। আশেপাশের গ্রামের প্রায় ২০০ গ্রামবাসী এই শিবিরে অংশ নেয়।

ভলিবল ম্যাচেরও আয়োজন

ক্যাম্প চলাকালীন, জওয়ানরা প্রবতীডাঙ্গা ক্লাব এবং ময়নাফোলা ক্লাবের মধ্যে একটি ভলিবল ম্যাচেরও আয়োজন করে। এই ম্যাচে প্রবতীডাঙ্গা ক্লাবের দল জয়লাভ করে।

এলাকার মানুষ শিবিরের ভূয়সী প্রশংসা করেন এবং বিএসএফকে ভবিষ্যতে আরো বেশি করে এ ধরনের ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।

১৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এই ক্যাম্প আয়োজনের জন্য জওয়ানদের প্রশংসা করেন। তিনি বলেন, রোদ, ঝড়-বৃষ্টির পরোয়া না করে বিএসএফ জওয়ানরা সীমান্তে দাঁড়িয়ে দেশকে রক্ষা করে চলছে। সীমান্তবাসীর কল্যাণে বিএসএফ সময়ে সময়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

Leave a Reply

Your email address will not be published.