ওয়েব ডেস্ক; ১২ মার্চ: ১১ মার্চ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বর্ডার আউট পোস্ট ঘোজাডাঙ্গা, ১৫৩ তম বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা সুনির্দিষ্ট তথ্য পান যে একটি বালতি নিয়ে একজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তের দিকে যাচ্ছে। জওয়ানরা দূরবীনের মাধ্যমে ওই ব্যক্তির নড়াচড়া দেখে তাকে তাড়া করতে থাকে। জওয়ানরা তাকে থামতে চ্যালেঞ্জ করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এর পরে জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। তল্লাশির সময়, জওয়ানরা ঘটনাস্থল থেকে একটি বালতি উদ্ধার করে যাতে টি-শার্টে মোড়ানো ১৪ বান্ডিল (১০ লাখ) বাংলাদেশি মুদ্রা পাওয়া যায়।
জব্দকৃত বাংলাদেশি মুদ্রা কাস্টম অফিস, ঘোজাডাঙ্গায় হস্তান্তর করা হয়েছে।
এই সাফল্যে আনন্দ প্রকাশ করে, ১৫৩ বর্ডার সিকিউরিটি ফোর্সেরকমান্ডিং অফিসার বলেছেন যে আমাদের জওয়ানরা সব ধরণের আন্তঃসীমান্ত অপরাধ বন্ধ করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।