ফ্ল্যাটের ঘর থেকে তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার কুঁদঘাটে

ওয়েব ডেস্ক; দেবাঞ্জন দাস; ২৬ ফেব্রুয়ারি: দক্ষিণ কলকাতা রিজেন্ট পার্ক থানা অঞ্চলের গঙ্গাপুরি হাই স্কুলের কাছে একটি ফ্ল্যাট থেকে তিনটি ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ।
ঘটনাটি ঘটে রবিবার সকালে। সকাল ১১ টা নাগাদ এলাকাবাসী তীব্র দুর্গন্ধ পায় এবং তারপরেই খবর দেয় রিজেন্ট পার্ক থানায়। রিজেন্ট পার্ক থানা থেকে পুলিশ এসে ফ্ল্যাটের ঘরের দরজা ভাঙ্গে। পুলিশ সূত্রে খবর, স্বামী স্ত্রী এবং তাদের মেয়ের ঝুলন্ত দেহ তারা দেখতে পান। ফ্ল্যাটের ডাইনিং রুমে স্বামী ও স্ত্রীর দেহ এবং বেডরুমে তাদের মেয়ের দেহ ঝুলছে।
পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের তিনজনের নাম বিজয় চ্যাটার্জী (৫১), রানু চ্যাটার্জ (৪৬) এবং ঐন্দ্রিলা চ্যাটার্জি (২১)। মৃত বিজয় চ্যাটার্জী একজন ব্যবসায়ী ছিলেন এবং তার মেয়ে আইনের তৃতীয় সেমিস্টারের ছাত্রী।
পুলিশ অনুমান করছে দু তিন দিন আগেই তারা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে আর্থিক অনটনের জেরে এই আত্মহত্যা। এলাকাবাসীর বক্তব্য তাদের স্বভাব ভালোই ছিল।
তারা এখানে ভাড়ায় ছিলেন প্রায় গত সাত-আট মাস ধরে।
রিজেন্ট পার্ক থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই সমস্ত ঘটনার তদন্ত করছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.