ওয়েব ডেস্ক; ২৫ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় সরকার দেশ গড়ার কাজে দেশের যুব শক্তিকে যুক্ত করতে উদ্যোগী হয়েছে। স্বাস্থ্য, সাক্ষরতা, শৌচাগারের ব্যবহার, লিঙ্গবৈষম্য দূরীকরণ সহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা গড়ে তুলতে স্বেচ্ছাসেবক বাহিনীর সাহায্য নেওয়া হবে। জাতীয় যুব বাহিনীর অধীনে এই সদস্যরা জরুরিকালীন পরিস্থিতিতে অথবা বিভিন্ন কর্মসূচির সফল রূপায়ণে প্রশাসনকে সাহায্য করবে।
দশম শ্রেণী উত্তীর্ণ যুবক-যুবতীরা এই কর্মসূচি স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিতে পারবেন। ২০২৩-এর পয়লা এপ্রিল তাদের বয়স হতে হবে ১৮-২৯এর মধ্যে। তবে স্বেচ্ছাসেবকরা কোনো নিয়মিত পাঠক্রমে যুক্ত থাকতে পারবেন না। তাদের এই কাজটি সবেতন কোনো কর্মসূচী বলে বিবেচিত হবে না। স্বেচ্ছাসেবকরা কেউ পরবর্তীতে এই কাজের জন্য সরকারি চাকরির দাবি জানাতে পারবে না। তাদের প্রতি মাসে ৫ হাজার টাকা দেওয়া হবে। পুরো কর্মসূচির মেয়াদ ২ বছরের।
আগ্রহী যুবক-যুবতীরা নেহরু যুব কেন্দ্রের ওয়েবসাইট nyks(ডট)nic(dot)in-এ এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। অললাইনে আবেদনপত্র সংগ্রহ করে আগামী ৯ মার্চের মধ্যে যুবক-যুবতীরা নেহরু যুব কেন্দ্রের অধীনে তাদের সংশ্লিষ্ট জেলায় আবেদন জমা দিতে পারবেন।