ওয়েব ডেস্ক; ২০ ফেব্রুয়ারি: চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ করে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন, সীমা চৌকি এম এস পুর, ৭০ ব্যাটালিয়নের বিএসএফ কর্মীরা, ভারত থেকে বাংলাদেশে পাচার করা ৬২ টি মোবাইল ফোন জব্দ করেছে। ভারতীয় বাজারে জব্দ করা মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১০,০২,০০০/- টাকা।
১৮ ফেব্রুয়ারি বিএসএফ-এর গোয়েন্দা শাখার নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জোয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। বিএসএফ জওয়ানরা তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করলে, পাচারকারীরা আতঙ্কিত হয়ে ১৭ টি মোবাইল ফোন রাখা একটি পোটলা ফেলে গ্রামের দিকে পালিয়ে যায়।
বিএসএফ জওয়ানদের ধাওয়া খেয়ে পাচারকারীরা মিলিক সুলতানপুর গ্রামের একটি বাড়িতে লুকোয়। বিএসএফ জওয়ানরা বাড়িটি ঘিরে ফেলে এবং এই সমস্ত ঘটনা গুলাবগঞ্জ থানায় জানানো হয়। এরপর পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে বাড়িটিতে তল্লাশি চালায়, এসময় ঘনবসতির সুযোগ নিয়ে পাচারকারীরা আবারও পালিয়ে যায়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ টি মোবাইল ফোনের আরো একটি পোটলা উদ্ধার করা হয়।
জব্দকৃত মোবাইল ফোন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক বিএসএফ জওয়ানদের কৃতিত্ব এবং সমস্ত ধরণের আন্তঃসীমান্ত অপরাধ বন্ধ করার প্রতিশ্রুতিতে আনন্দ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে, বিএসএফ তার দায়িত্বের এলাকা থেকে চোরাচালান বন্ধ করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এলাকায় কর্মরত অন্যান্য সংস্থার সহযোগিতায় চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।