ওয়েবডেস্ক; ১৯ ফেব্রুয়ারি: গত ১৬ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার, রাজ্যের বিধানসভায় উল্লেখ পর্বে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, মাননীয় স্পীকার বিমান ব্যানাজীর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানান, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় আম সংরক্ষনের জন্য একটি হাব/হিমঘর করার জন্য। বিধায়ক ইদ্রিস আলী বিধানসভায় বলেন, মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে ভগবানগোলাতে প্রচুর পরিমাণে আমের ফলন হয় এবং আমের সুনাম আছে। আম সংরক্ষণ করতে না পারলে , এক মাসের মধ্যেই আম শেষ হয়ে যায়।
তিনি আরও বলেন, অনেক গরীব মানুষ আম বিক্রি করে সংসার চালান। সংরক্ষণ করে আম রাখতে পারলে, সারাবছরই টাটকা আম পাওয়া বা বিক্রি করা যায়।তাই অবিলম্বে যাতে ভগবানগোলাতে একটি আম সংরক্ষনের ঘর/হিমঘর স্হাপন করা হয় তার অনুরোধ জানান, বিধায়ক ইদ্রিস আলী।
ভগবানগোলায় আম সংরক্ষনের জন্য একটি হিমঘরের দাবি
