ওয়েব ডেস্ক; ১৩ ফেব্রুয়ারি; কলকাতা: শনিবার ও রবিবার দুদিন ব্যাপী দিবারাত্র ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাব। শনিবার এই ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী উপস্থিত ছিলেন, সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, বিধায়ক তাপস রায়, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা প্রমুখ।
বিগত ১৫ বছর ধরে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে তালতলা স্পোর্টিং ক্লাব। নক আউট ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল খগেন্দ্রনাথ ঘোষ স্মৃতি চ্যালেঞ্জ কাপ ও ২লাখ ৬৫ হাজার টাকা এবং বিজেতা দল পাবে দিলীপ ঘোষ স্মৃতি চ্যালেঞ্জ কাপ ও ২ লাখ ৩৫ হাজার টাকা পাবেন ।
প্রধান উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন: জয়ন্ত ঘোষ(রাজু), রাহুল গুপ্তা, প্রিয়ান্ত সিং, জয়ন্ত সিং, শুভরুপ মিত্র । উল্লেখ্য, জয়ন্ত ঘোষ ওরফে রাজু বাবুর দাদু এবং বাবার স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতা।
‘যুব সমাজ কে মাঠমুখী’ করার একটা পরিকল্পনা নিয়েই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছে এই সংস্থা তেমনটাই বক্তব্য আয়োজকদের। দুদিন ধরে চলা এই ফুটবল প্রতিযোগিতায় যেমন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান তেমনি থাকছে আতশবাজি প্রদর্শনী। গত শনিবার এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এর প্রাক্তন খেলোয়াড়রা। ফাইনাল ম্যাচের দিন উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার ভাস্কর গাঙ্গুলী
কল্যাণী বড়মা বনাম দক্ষিণ দাড়ি স্পোর্টস ক্লাব ফাইনালে মুখোমুখি হয়। খেলা ট্রাই বেকার পর্যন্ত গড়ায়। ট্রাই বেকারে দক্ষিণ দাড়ি স্পোর্টস ক্লাব ৩ – ০ গোলে জেতে।