ওয়েব ডেস্ক; ৪ ফেব্রুয়ারি:
৪ঠা ফেব্রুয়ারি শনিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের হাবাসপুর অঞ্চলের ৬০০ জনের বেশি সিপিএম এর নেতা কর্মীরা যোগ দিলেন তৃনমূল কংগ্রেসে। তাদের হাতে তৃনমূল কংগ্রেসে দলীয় পতাকা তুলে দেন ভগবানগোলার বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী এবং ভগবানগোলা এক নম্বর ব্লকের সভাপতি আহসানুর রহমান।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, ভগবানগোলায় আর তৃনমূল কংগ্রেসের বিরোধী দল হিসেবে কেউ থাকবে না। তিনি বলেন, আজ হাবাসপুর অঞ্চলের ৬০০ জনের বেশি সিপিএম এর নেতা কর্মীরা তৃনমূল কংগ্রেসে যোগ দিলেন। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন কয়েকদিন আগে মহিষাস্হলী অঞ্চল থেকে কংগ্রেসের ২০০ পরিবারের নেতা কর্মীরা তৃনমূল কংগ্রেসে যোগদান করেছিলেন।
তিনি যোগ করেন, ভগবানগোলায় সিপিএম, কংগ্রেস ও বিজেপি থেকে বহু নেতা কর্মীরা দল ছেড়ে আসতে চাইছেন।দু চারদিনের মধ্যে এক ঝাঁক, তৃনমূল কংগ্রেসে বিরোধী দলের নেতা কর্মীদের যোগদান করানো হবে। তিনি আরও বলেন ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, বিরোধীরা দলে দলে তৃনমূল কংগ্রেসে যোগ দিচ্ছে।ভগবানগোলা বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েত, পন্চায়েত সমিতি, জেলা পরিষদের আসনগুলো জিতবো আসন্ন পন্চায়েত নির্বাচনে। তিনি আরও বলেন জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এবং সাংসদ অভিষেক ব্যানাজীর দিকে তাকিয়ে তৃনমূল কংগ্রেসকে মানুষ ভোট দিবেন, তৃনমূল কংগ্রেস রেকর্ড ভোটে জিতবে এবং বিরোধীদের জমানত জব্দ হবে।
ভগবানগোলায় তৃনমূল কংগ্রেসে যোগদান
