চোরাকারবারীরা বিভিন্ন উপায়ে চোরাচালান করার চেষ্টা করে; সীমান্তে গাঁজা জব্দ করেছে বিএসএফ জওয়ানরা

ওয়েব ডেস্ক; ৩১ জানুয়ারি: গত ২৯ শে জানুয়ারী দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১০৭ ব্যাটালিয়নের সীমা চৌকি সুতিয়ার সজাগ জওয়ানরা, চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে তাদের দায়িত্বের এলাকা থেকে ১০.৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

আসলে,কর্তব্যরত জওয়ানরা তারবন্দির কাছে সরিষা ক্ষেতে কিছু সন্দেহজনক গতিবিধি দেখেন । জোয়ানরা তাৎক্ষণিকভাবে এলাকাটির অবরোধ জোরদার করে। জওয়ানদের দেখে এক চোরাকারবারী ঘন কুয়াশার সুযোগ নিয়ে গ্রামের দিকে পালিয়ে যায়। জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির সময় সেখান থেকে জওয়ানরা গাঁজা উদ্ধার করে ।

জব্দকৃত সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

১০৭ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, চোরাকারবারীরা তাদের পরিকল্পনা সফল করতে বিভিন্নভাবে পাচারের চেষ্টা করে। কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানদের বুদ্ধিমত্তা ও সতর্কতার কারণে তারা সফলতা পায়নি।

Leave a Reply

Your email address will not be published.