শেয়ার বাজারে এফপিও র মাধ্যমে ২০ হাজার কোটি টাকা পর্যন্ত তুলবে আদানি এন্টারপ্রাইজ

ওয়েব ডেস্ক; ৩০ জানুয়ারি: আদানি এন্টারপ্রাইজ লিমিটেড শেয়ার বাজারে এফপিও – (Further Public Offering -FPO)র মাধ্যমে ২০ হাজার কোটি টাকা পর্যন্ত তুলবে। যা শুরু হয়েছে ২৭শে জানুয়ারি ২০২৩ এবং বন্ধ হবে ৩১ জানুয়ারি ২০২৩।
উল্লেখ্য, ৩১১২ টাকা থেকে ৩২৭৬ টাকা পর্যন্ত এই ইস্যুর দাম রাখা হয়েছে, ফেস ভ্যালু ১ টাকা। আবেদন করতে হবে নূন্যতম চারটি এবং তার মাল্টিপল হিসাবে।
এই টাকা খরচ করা হবে গ্রীন হাইড্রোজেন ইকোসিস্টেম এবং অন্যান্য খাতে।

Leave a Reply

Your email address will not be published.