২৬ শে জানুয়ারি বৃহস্পতিবারের মেট্রো পরিষেবা

ওয়েব ডেস্ক; ২৫ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পূজা উপলক্ষে ২৬ জানুয়ারি (বৃহস্পতিবার) মেট্রোরেল মোট ১৮৮টি পরিষেবা চালাবে উত্তর-দক্ষিণ করিডোর (ব্লু লাইন)।
মেট্রো পূর্ব-পশ্চিম করিডোরে (গ্রীন লাইন) ৯০টি পরিষেবা চালাবে।
ব্লু লাইন এবং গ্রীন লাইনে পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
পার্পেল লাইন জোকা-তারাতলা তে কোনো পরিষেবা পাওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published.