ওয়েব ডেস্ক; ২৪ জানুয়ারি: ২২ শে জানুয়ারী , দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১১২ ব্যাটালিয়নের সীমা চৌকি তারালির জওয়ানরা, এক সাইকেল আরোহী চোরাকারবারীকেতার ক্ষেত থেকে ফেরার সময় ৮ টি সোনার বিস্কুট সহ আটক করেছে। জব্দ করা সোনার বিস্কুটের ওজন ৯৩৩ গ্রাম এবং যার আনুমানিক মূল্য ৫৪,৬০,৬৬২/- টাকা। ধৃত পাচারকারীর পরিচয় – বাবলু মোল্লা, জেলা উত্তর ২৪ পরগনার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, সে দীর্ঘদিন ধরে এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত। সে আরও জানায়, এই সোনা গুলো তার প্রতিবেশী মহসিন গাজী তার সাইকেলে লুকিয়ে রেখেছিল। এরপর বিএসএফের ডিউটি লাইন পেরিয়ে মহসিন গাজীর কাছেই এই সোনা হস্তান্তর করার কথা ছিল। কিন্তু তল্লাশির সময় বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে।
টানা দ্বিতীয় দিনে বিএসএফের এটি একটি বড় সাফল্য।
সম্প্রতি ২১ জানুয়ারি শনিবার সন্ধ্যায় মালদা জেলার সীমা চৌকি কথাকলি, ১১৫ ব্যাটালিয়নের জওয়ানরা তাদের দায়িত্বের এলাকা থেকে ২৬ লাখ টাকারও বেশি মূল্যের সোনা উদ্ধার করেছিল।
আটক চোরাকারবারী ও জব্দকৃত সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তেতুলিয়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।
১১২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা করছে এবং এ কাজে সাফল্যও পেয়েছে। যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে ।