জলদাপারার অনুভূতি সল্টলেকের জঙ্গলে

সংবাদ সফর: যারা এখনো পর্যন্ত জলদাপাড়া অভয় অরণ্য দেখতে পারেননি, এর জন্য অভিনব সুযোগ সল্টলেকে বনবিতানে ভিতরে সত্তর একর জমির উপর তৈরি করা হয়েছে অভয় অরণ্য। গন্ডার, চিতাবাঘ, আরম্ভ করে সমস্ত জীবজন্তু রয়েছে। সবই কিন্তু রিপ্লিকা , ছুটির দিনে ঘুরে বেড়ানোর আদর্শ জায়গা হতেই পারে। বনদপ্তরের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে যাতে শহর কলকাতাতেই জলদাপাড়ার পরিবেশ অনুভূত হয় । ৮ থেকে ৮০ সবার জন্য দুর্দান্ত একটি ঘোরবার জায়গা। রবিবার বা অন্য ছুটির দিনে অনায়াসে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা।

Leave a Reply

Your email address will not be published.