সংবাদ সফর ডেস্ক: অল বেঙ্গল প্রিন্সিপালস্ কাউন্সিল -র ৩১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কুচবিহার কলেজে। আজ এই সভার আনুষ্ঠানিক সূচনা করলেন রবীন্দ্রনাথ ঘোষ,গৌতম দেব এবং অন্যান্য নেতৃত্ব।এদিন শিলিগুড়ির মেয়র জানান এইসভ সভা হওয়া একান্ত ভাবে জরুরী।এতে কলেজের উন্নয়ন নিয়ে চিন্তা করা যাবে। আমাদের চেষ্টা থাকবে কিভাবে উন্নয়ন করা যায়।বিশেষকরে দেখতে হবে সেইসব গরীব এবং মেধাবী ছাত্রছাত্রীদের যারা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আমরা সেইসব ছাত্র ছাত্রীদের খুজে বের করে তাদের উজ্জ্বল ভবিষ্যত তৈরী করবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। রবীন্দ্রনাথ ঘোষ জানান এইসভা আমাদের অনেকখানি এগিয়ে দেবে। কলেজের উন্নয়ন করা একান্ত জরুরী।
অল বেঙ্গল প্রিন্সিপালস্ কাউন্সিল -র ৩১ তম বার্ষিক সাধারণ সভা
