একাই ৫০৮, স্কুল ক্রিকেটে অনন্য নজির যশের

ডিজিটাল: ৫০৮ রান করে অনন্য নজির সৃষ্টি করল যশ, ৪০ ওভার ক্রিকেটে ১৭৮ বল খেলে ৫০৮ রান করে সে। স্কুল ক্রিকেটে এক অনন্য নাজির। নাগপুরের একটি অনুর্ধ ১৪ স্কুল ক্রিকেটে এই অসামান্য নজির সৃষ্টি করলো যশ। যশের দুর্দান্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ৪০ ওভারে সরস্বতী বিদ্যালয় করে ৭১৪ রান। কবে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারের মধ্যে ৯ রান করে অলআউট হয়ে যায় সিদ্ধেশ্বর বিদ্যালয়ে। ৭০৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় সরস্বতী বিদ্যালয়। যশের দুর্দান্ত ইনিংসে ছিল ৮১ টি ৪ ও ১৮ টি ৬। ভারতের ক্রিকেট প্রেমীরা তাকে এই অসামান্য ইনিংস খেলার জন্য ভবিষ্যতের তারকা ভাবতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published.