‘আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে বিশ্ব অংশীদারিত্ব’ : জি-২০-র ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকের আজ সূচনা হল কলকাতায়

ওয়েব ডেস্ক; ৯ জানুয়ারি: ‘আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে বিশ্ব অংশীদারিত্ব’-এর ওপর জি-২০-র প্রথম বৈঠকটির আজ সূচনা হল কলকাতায়। বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিদের উপস্থিতিতে প্রান্তিক মানুষদের আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টির ওপর আলোচনা ও মতবিনিময় রয়েছে এর আলোচ্যসূচির মধ্যে। দেশের আর্থিক সমৃদ্ধি ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দরিদ্রতর মানুষদেরও কিভাবে ডিজিটাল লেনদেন পদ্ধতির সঙ্গে যুক্ত করা যায় তার উপায় উদ্ভাবন করা হবে বৈঠকে গৃহীত সিদ্ধান্তের অনুসরণে।

বৈঠকে সমাগত অতিথি ও প্রতিনিধিদের স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই রাজ্যে জি-২০-র বৈঠক অনুষ্ঠিত হওয়ায় তিনি খুশি। ভারতের জি-২০ সভাপতিত্বকালে এ বছরের সম্মেলনের মূল থিম হল – ‘বসুধৈব কুটুম্বকম’। এই বিষয়টির অবতারণা করে মুখ্যমন্ত্রী বলেন, সম্মেলনের মূল থিম হিসেবে এই বিষয়টিকে বেছে নেওয়া হল সময়োচিত একটি সিদ্ধান্ত। উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে রাজনৈতিক সীমানার কোনও অস্তিত্ব থাকতে পারে না বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের বিকাশ তথা উন্নয়ন ব্যতিরেকে বিশ্বের উন্নয়ন প্রচেষ্টা কখনই সফল হতে পারে না। এই কারণে তাঁর সরকারের উন্নয়নসূচির মধ্যে একটি মানবিক ছাপ রয়েছে। উন্নয়নের কর্মসূচিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নারী এবং সমাজের অনগ্রসর স্তরের মানুষদের কল্যাণের বিষয়টিকে। ই-প্রশাসন এবং ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে রাজ্য সরকার গৃহীত পদক্ষেপগুলির কথাও উল্লেখ করেন তিনি। পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনার একটি খণ্ডচিত্রও মুখ্যমন্ত্রী তুলে ধরেন তাঁর বক্তব্যে।

আজকের আলোচ্যসূচির মধ্যে ছিল দুই পর্যায়ের দুটি পৃথক প্যানেল ডিসকাশন। ‘আর্থিক অন্তর্ভুক্তি এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে ডিজিটাল সরকারি পরিকাঠামোর ভূমিকা’ এবং ‘ডিজিটাল সরকারি পরিকাঠামো প্রসারের মাধ্যমে আর্থিক ক্ষেত্রে ডিজিটাল পরিবেশ ও পরিস্থিতির গুরুত্ব’ শীর্ষক দুটি প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন বিশ্বের আর্থিক সংস্থা ও সংগঠনের ১২ জন বিশেষজ্ঞ। ফ্রান্সের ইউরোপ ও বিদেশ মন্ত্রকের ডিজিটাল বিষয় সম্পর্কিত অ্যাম্বাসাডার মিঃ হেনরি ভার্ডিয়ার এবং এস্তোনিয়া বিদেশ মন্ত্রকের অ্যাম্বাসাডার-অ্যাট-লার্জ ফর ডিজিটাল অ্যাফেয়ার্স মিসেস লেনি লিয়স্ক অংশগ্রহণ করেন প্যানেল ডিসকাশনগুলিতে।

বৈঠকের পাশাপাশি উদ্ভাবনমূলক আর্থিক পরিষেবা শীর্ষক একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.