তৃণমূল কংগ্রেসের আসল রুপ মানুষ দেখে ফেলেছে: সেলিম

ডিজিটাল; ৮ জানুয়ারি: শিলিগুড়িতে সিপিএমের মহন্মদ সেলিম। আজ শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক দের সাথে সাক্ষাৎকারে তিনি জানান তৃণমূল কংগ্রেস একটা ডাকাতের দল। এবারে দিদির সুরক্ষা কবচ দিদির রক্ষা কবচ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের আসল রুপ মানুষ দেখে ফেলেছে। তাই ওদের আর কেউ বিশ্বাস করে না। মানুষের রক্ত নিয়ে নিজেদের দল তৈরী করেছে তৃণমূল সরকার।যেটাতে ভালো কিছুই হতে পারে না। তৃণমূল কংগ্রেস এখন নিজেদের জোরে সরকার চালিয়ে চলেছে।তাই আমাদের আর কিছুই করবার নেই। তাই আমাদের লক্ষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে নিজেদের জায়গা তৈরী করা। আর এটাই আমাদের করতে হবে। সিপিএম আবার আসবে সরকারে মানুষের সমর্থনে। তরুন প্রজন্ম আবার আমাদের দিকে আসতে চলেছে, এটা আমাদের কাছে একটা ভালো দিক। তাই আমাদের এগিয়ে চলতে হবে খুব ধীরে ধীরে। যাতে মানুষের পায়ের শব্দ আমাদের পিছনে থাকে। এদিন মহন্মদ সেলিমের সাথে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য এবং জীবেশ সরকার। এদিন মহন্মদ সেলিম শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি চলে যান।

Leave a Reply

Your email address will not be published.