ওয়েব ডেস্ক: একটি বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে শিলিগুড়ি পুরো নিগমের ২৩ নম্বর ওয়ার্ডে শুরু হলো ওয়ার্ড উৎসব নব আনন্দ জাগো। এই উৎসবের শুভ সূচনা করেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ওই ওয়ার্ডের কাউন্সিলর লক্ষীপাল সহ আরো অন্যান্যরা। সংশ্লিষ্ট ওয়ার্ডের মাইকেল স্কুল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে। ওয়ার্ড উৎসব নব আনন্দ জাগো সম্পর্কে ওয়ার্ডের ওই কাউন্সিলর লক্ষ্মী পাল জানান গত দুই বছর করনার কারণে ওয়ার্ড উৎসব বন্ধ ছিল। এই বছর পরিস্থিতি স্বাভাবিক সেই কারণে ওয়ার্ড উৎসব আবার অনুষ্ঠিত হচ্ছে।
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা ২৩ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের সূচনা
