ওয়েব ডেস্ক; ৬ জানুয়ারি: কাজ করতে ভালো বাসেন। বিশেষ করে মানুষের জন্য। যে যে সাহায্যের জন্য ডাকছেন তৈরী তিনি। কারো বাড়িতে খাবার নেই,এই শীতে কারো নেই জামাকাপড় সবেতেই বিকাশ ঘোষ। সব জায়গায় পৌছে আর্ত মানুষের পাশে দাড়ানোটা তার কাছে একেবারে নেশার মত।
বিশেষ করে যখন শোনেন কোন মেধাবী ছেলেমেয়ে অর্থের অভাবে পড়াশোনা করতে পারছেন না ছুটে চলে গেছেন তিনি। কেউ পড়াশোনা করতে পারছে না আর আমি ঘরে বসে নিশ্চিতমনে মাছভাত খাব এই চিন্তা আমি করি না। আমার লক্ষ আমার সামর্থ তো বেশী নয়, হাসিমুখে মানুষের পাশে দাড়ানো। তাদের মিলিয়ে যাওয়া হাসিকে ফিরিয়ে নিয়ে আসা।
ছোট ছোট শিশুরা খেতে পারছে না আর বড় লোকের ছেলেমেয়েরা খাবার ফেলে দিচ্ছে আমার সহ্যের বাইরে।তাই আমি অভাবী আর্ত মানুষের পাশে দাড়াই। শুধু তাই নয় তাদের কথা শুনে সাধ্যমত তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। বিকাশবাবু আরো জানালেন এই ব্যাপারে আমি পাশে পেয়েছি আমার পরিবারকে। আমার স্ত্রী এবং সন্তানেরা আমার পাশে আছে এবং আমার সিদ্ধান্তের পাশে আছে।তাই তো আমি এ কেবারে নিশ্চিতে এই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি।আর এটাই আমার কাছে সবচাইতে বড় পাওনা বলে জানালেন শিলিগুড়ির আশ্রমপাড়ার নজরুল সরনীর বিকাশ ঘোষ।