ওয়েব ডেস্ক; ৪ জানুয়ারি: গত ৩রা জানুয়ারি সাউথ কলকাতা নৃত্যাঙ্গনের ১৬তম বার্ষিক অনুষ্ঠান “নৃত্যসমারোহ” অনুষ্ঠিত হল রবীন্দ্র সদনে। অনুষ্ঠানের বিশিষ্ঠ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু ডক্টর শ্রীমতি থাঙ্কুমুনি কুট্টি। অনুষ্ঠানের অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন , প্রীতি পটেল, নীতা বিদ্যার্থী, সোমনাথ জি কুটটি, সুকুমার কুটটি, চন্দ্রদয় ঘোষ ও সংস্থার সভাপতি দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠানের সূচনা হয় সাউথ কলকাতা নৃত্যঙ্গনের সমস্ত ছাত্রীদের দ্বারা পরিবেশিত “রা রা ভেনু” এর মাধ্যমে।
এর পর অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় যথাক্রমে গজনম্ অঙ্গিকম্, তোড়িয়ম্, নাগেন্দ্র হারায়, নাটেশ কভুত্বম, তোড়িয়া মঙ্গলম, শিবাষ্টকম, যতিস্বরম, গনেশ কভুত্বম, আলারিপু, পঞ্চদেব কভুত্বম, দেবেন কে পতি, সারাশিরূহ, জয় জয় হে ভগবতী, কৃষ মুকুন্দ মুরাঢ়ে, স্বাগতম কৃষ্ণা। অনুষ্ঠান শেষ হয় হনুমান চালিসা প্রদর্শনের মাধ্যমে। সমগ্র অনুষ্ঠানে নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতি ঝিনুক মুখার্জি সিনহা। সুর তাল লয়ে ঐতিহ্যবাহী ভরতনাট্যমের ছন্দে মুখরিত হয়ে ওঠে সমগ্র সন্ধ্যা। সামগ্রিক অনুষ্ঠানের ব্যবস্থাপনা ছিল অভূতপূর্ব। নৃত্যাঙ্গনের প্রায় ১৫০ জন ছাত্রীদের অত্যন্ত দক্ষ নৃত্য পরিবেশনার মাধ্যমে একটি হৃদয়নন্দন পরিবেশ সৃষ্টি হয়।