ওয়েব ডেস্ক; ১ জানুয়ারি: নতুন উদ্বোধন হওয়াজোকা-তারাতলা মেট্রো প্রকল্পের (বেগুনি লাইন) মেট্রো রুটে বাণিজ্যিক পরিষেবা ২ জানুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে। সেই দিন থেকে, ১২ টি দৈনিক পরিষেবা (6 UP + 6 DN) জোকা-তারাতলা মেট্রো প্রকল্পের জোকা এবং তারাতলার মধ্যে “ওয়ান ট্রেন অনলি সিস্টেম” অনুসরণ করে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চালানো হবে।
কেমন হবে পরিষেবা:
জোকা থেকে সকাল দশটা, এগারোটা, বারোটা, এবং দুপুর তিনটে, চারটে, পাঁচটায় ছাড়বে ।
তারাতলা থেকে মেট্রো: সকাল সাড়ে দশটা, সাড়ে এগারোটা, সাড়ে বারোটা এবং দুপুর সাড়ে তিনটে, সাড়ে চারটে, এবং সাড়ে পাঁচটায় ছাড়বে।
উল্লেখ্য, শনি ও রবিবারে কোন বাণিজ্যিক পরিষেবা নেই।