ওয়েব ডেস্ক; ৩০ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফুটবলের কিংবদন্তী ব্রাজিলের পেলে-র প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, পেলে-র প্রয়াণে ক্রীড়া জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন –
“পেলে-র প্রয়াণে ক্রীড়া জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। বিশ্ব ফুটবলের এই সুপারস্টারের জনপ্রিয়তা দেশ-কালের গণ্ডী মুছে দিয়েছে। তাঁর অনবদ্য ক্রীড়া নৈপুণ্য ও সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার-পরিজন ও গুণমুগ্ধ ভক্তদের সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।”