ডিজিটাল ডেস্ক; ২৬ ডিসেম্বর: শিশুদের মধ্যে বড়দিনের কেক বিতরন করলেন জেলা সভাপতি। বড়দিনের কেক সমাজের অসহায় এবং দুস্থদের কাছে নিয়ে গেলেন জেলা সভাপতি।নিজের হাতে ছোট ছোট শিশুদের মধ্যে কেক বিতরন করলেন জেলা সভাপতি।জানালেন এই সব অনাথ দুস্থ শিশুদের মধ্যে কেক বিতরন করে তাদের মুখে হাসি ফোটানোই ছিল আমার লক্ষ। আর তাদের এই হাসিটাই ছিল আমার কাছে সব চাইতে বড় পাওনা। এদিন পাপিয়া দেবী আরো জানান প্রভু যীশুর আর্শীবাদ আমাদের মধ্যে পড়বে।আর এইসব অসহায় অনাথ শিশুদের মুখে হাসি দেখা যাবে এটাই আমার কাছে সবচাইতে বড় পাওনা। ওরা বড় হোক এবং ওদের সব ইচ্ছা পূর্ন হোক এটাই আমি চাই। এদিন পাপিয়া দেবীর সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সমস্ত সদস্য এবং সমর্থকেরা।
শিশুদের মাঝে কেক বিতরন জেলা সভাপতির
