বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান সফল

ডিজিটাল; ২৬ ডিসেম্বর: আগামী ৩০ শে ডিসেম্বর থেকে যাত্রা শুরু হবে বন্দে ভারত এক্সপ্রেসের। এনজিপি থেকে হাওড়ার অভিমুখে যাত্রা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। আজ ছিল ট্রায়াল রান, ট্রায়াল সফল হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের।

এদিন হাওড়া থেকে সকাল ৫ বেজে ৫৫ মিনিটে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের অভিমুখে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। দুপুর ১ বেজে ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে এসে পৌঁছায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেন উদ্বোধনের শুভ সূচনা করবেন। বর্তমানে ১৬ টি কামরা বিশিষ্ট এই ট্রেন ১১০ কিলোমিটার বেগে ছুটবে, পরবর্তী পর্যায়ে ছুটবে ১৩০ কিলোমিটার বেগে। রেল সূত্রে খবর শতাব্দি বা অন্য ট্রেনের থেকে অপেক্ষাকৃত কম সময় লাগবে এই ট্রেনে। নতুন বছরের প্রাক্কালে এই ট্রেনের উদ্বোধন নিয়ে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের আমজনতা যথেষ্ট খুশি। খুব অল্প সময়ের মধ্যে এনজিপি থেকে পৌঁছানো যাবে হাওড়াতে।

Leave a Reply

Your email address will not be published.