চীন থেকে ফেরত যুবক করোনা আক্রান্ত, বাড়ি সিল করা হলো

ডিজিটাল ডেস্ক: গত 23 ডিসেম্বর আগরার এক যুবক চীন থেকে ফেরে।এরপর ওই যুবকের করোনা পরীক্ষা করা হয় একটি ল্যাবে।রবিবার করোনার রিপোর্ট পজেটিভ আসে,এরপর ওই ল্যাবের তরফ থেকে স্থানীয় প্রশাসনকে বিষয় জানানো হয়।

করোনা সংক্রমন আটকাতে ওই যুবকের বাড়ি সিল করা হয়েছে। দেশে ফেরবার পর ওই যুবক কাদের সংস্পর্শে আসে,তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। চীন,হংকং, জাপান সহ আরো বেশ কয়েকটি দেশে করোনা আবার বাড়ছে। তাই এই সব দেশ গুলি থেকে আসলেই rt pcr টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। চিকিৎসকরা ইতিমধ্যে করোনা সংক্রমণ আটকাতে দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার এর ব্যবহার করা , মাক্স পড়ার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.