বিএসএফ সীমান্তে ৪৯ লাখ টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট সহ এক চোরাকারবারীকে আটক করেছে

ডিজিটাল; ২০ ডিসেম্বর: ১৮ ডিসেম্বর দক্ষিণ বেঙ্গল সীমান্তের অধীন, আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়নের জোয়ানরা, সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে কাজ করে ৮ টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। জব্দ করা সোনার বিস্কুটের ওজন ৯৩২.৬৯ গ্রাম এবং যার আনুমানিক মূল্য ৪৯,৯৯,২১৮/- টাকা। কর্তব্যরত জোয়ানরা আইসিপি পেট্রাপোলের আশেপাশে একজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন। তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করলে তার চপ্পল থেকে ৮ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। জওয়ানরা অবিলম্বে উদ্ধার সামগ্রী সহ পাচারকারীকে গ্রেফতার করে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে আইসিপিতে নিয়ে যায়। ধৃত পাচারকারীর পরিচয় -শৈলেন্দ্র নাথ সিকদার, জেলা উত্তর ২৪ পরগনা রূপে প্রকাশ হয়েছে।

জিজ্ঞাসাবাদে চোরাকারবারি জানায়, সে দীর্ঘদিন ধরে এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত। সে আরও জানায়, এই বিস্কুটগুলো বেনাপোলের বাসিন্দা বাংলাদেশি চোরাকারবারি মামা নামের ব্যাক্তি তাকে দিয়েছিল। এরপর বনগাঁর এক অজ্ঞাত ব্যক্তির কাছে এই সোনার বিস্কুট হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য সে আট হাজার টাকা পেত।

১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা করছে এবং এ কাজে সাফল্যও পেয়েছে। যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে।

Leave a Reply

Your email address will not be published.