বাস্তব জীবনেরই ছবি স্ট্রাগল : জুনেইদ খান

ডিজিটাল; কলকাতা, ১৭ ডিসেম্বর :- স্ট্রাগল’ (Struggle)”- “আমাদের চারপাশে ঘটে যাওয়া বাস্তব জীবনেরই কাহিনী অবলম্বন করে ‘আর কে এন্টারটেনমেন্ট’ তৈরি করেছে ‘স্ট্রাগল’ (Struggle)”, জানান জুনেইদ খান (Zunaid Khan)।

দক্ষিণ কলকাতা ইন্দিরা সিনেমা হলে ‘স্ট্রাগল’ ছবির প্রিমিয়ার শো (Premier Show)-তে উপস্থিত থেকে জুনেইদ এই কথা বলেন।

জুনেইদ ছাড়াও প্রিমিয়ার শো-তে হাজির ছিলেন এই ছবির অভিনেত্রী সান্ত্বনা, রোহিনী সহ চলচ্চিত্রের অধিকাংশ কলাকুশলীগণ। প্রিমিয়ার শো-তে উপস্থিত ছিলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published.