ডিজিটাল; ১৩ ডিসেম্বর: ১২ ই ডিসেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা বাংলাদেশ থেকে ভারতে আসা একটি ট্রাক চালককে ৪ টি সোনার বিস্কুট সহ আটক করেছে। জব্দ করা সোনার ওজন ৪৬৬.৫৯ গ্রাম, যার আনুমানিক মূল্য ২৫,০৬,০৫৪/- টাকা। ধৃত পাচারকারীর পরিচয় সাইফুল মন্ডল, জেলা উত্তর ২৪ পরগনা বলে চিহ্নিত হয়েছে।
জিজ্ঞাসাবাদে চোরাকারবারী জানায়, এই সোনা তাকে বেনাপোলের বাসিন্দা বাংলাদেশি চোরাকারবারী হায়দার দিয়েছিল। বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় সে ট্রাকের কেবিনে এসব বিস্কুট লুকিয়ে রেখেছিল । আইসিপি পেট্রাপোলে চেকিংয়ের সময়, বিএসএফ কর্মীরা তাকে ৪ টি সোনার বিস্কুট সহ গ্রেফতার করেছে। সে আরও জানায়, জয়ন্তী বাজারে এক অজ্ঞাত ব্যক্তিকে এই বিস্কুট দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য সে দুই হাজার টাকা পেত।
আটক চোরাকারবারীকে জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক বিভাগ পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে।
১৪৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ প্রতিনিয়ত চেষ্টা করছে এবং এ কাজে সাফল্যও পেয়েছে। যার কারণে চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে। ধৃত চোরাকারবারীর কাছ থেকে চোরাচালান সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে চোরাচালানের সাথে জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে বের করা যায়।