নকশাল বাড়িতে হাতির হানা আহত যুবক

নিউজ ডেস্ক; ১৩ ডিসেম্বর: হাতির হানায় আহত হলো এক যুবক, ঘটনা ঘটেছে নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত যুবকের নাম চুমনোস ওরাও,বয়স ২৫

মঙ্গলবার সকালে হাতির হানা ঘটে ওই এলাকায়, ঘর ভাঙ্গার শব্দ শুনে যুবক বাইরে এলে, ওই যুবককে শুর দিয়ে তুলে হাতিটি আছাড় মারে।যুবক যখম হয়, এরপর আহত যুবককে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published.