যানজটের জন্য বসা হলো না টেটে

নিউজ ডেস্ক ; ১১ ডিসেম্বর: টেট পরিক্ষা দিতে পারলেন না ডলি সরকার।বাগডোগরার ডলি সরকারের টেট পরিক্ষার সিট পড়েছিল শিলিগুড়ির বয়েজ হাই ইষ্কুলে। গোসাইপুর থেকে ঠিক সময় রওয়ানা দিয়েছিলেন তিনি। কিন্তুু রাস্তায় যানযটের কারনে তার শিলিগুড়ির বয়েজ হাই ইষ্কুলে পৌছাতে অনেক দেরী হয়ে যায়। তার অনেক অনুনয় বিনয়কে গ্রাহ্য করেন নি পরিক্ষার নিরিক্ষকেরা। নিয়ম অনুযায়ী ঠিক এক ঘন্টা আগে ঢুকতে হয় রুমে। সেখানে ডলি সরকারের পৌছাতে আরো কুড়ি মিনিট দেরী হয়ে যায়। দুর্ভাগ্য আমার আমি আজকে তৈরী হয়ে এসেও পরিক্ষা দিতে পারলাম না। কিন্তুু যেটা নিয়ম সেটা তো নিয়মই।আমাকে সেটা মেনে নিতেই হবে। আসলে আমার আরো আগেই রওয়ানা হওয়া উচিত ছিল। কি আর করা যাবে,জানালেন ডলি সরকার।আবার সামনের বছরের জন্য তৈরী হব। যদি ভাগ্য সহায় থাকে চাকরি আমি পাবই জানালেন ডলি সরকার।ডলি সরকারের বাবা মাও হতাশ তাদের মেয়ে পরিক্ষায় বসতে না পারায়। তারা জানিয়েছেন পরিক্ষায় বসলে তাদের মেয়ে চাকরী পেতই।তবে তারা আশাবাদী তাদের মেয়ে আগামী বছরই টেটে সাফল্যের সাথে উত্তীর্ন হবে।

Leave a Reply

Your email address will not be published.