নিউজ ডেস্ক; ২৭ নভেম্বর: নেপাল থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টার কারণে এস এস বি গ্রেফতার করেছে নিউজিল্যান্ডের এক বাসিন্দাকে। নাম এন্ড্রু জেমস, তার কাছ থেকে ভারতের আধার কার্ড, প্যান কার্ড ,ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়। ভারত নেপাল সীমান্তবর্তী পানি ট্যাংকি এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। সে ভারতের আধার কার্ড দেখিয়ে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে সংলগ্ন এলাকা থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়। ধৃতদের প্রথমে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিন দুই ব্যক্তিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, নিউজিল্যান্ডের ব্যক্তির সাথে বাংলাদেশের ব্যক্তির কোন যোগাযোগ আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
নেপাল থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা, গ্রেফতার নিউজিল্যান্ডের বাসিন্দা
