রাখে হরি মারে কে, ধ্বংসাবশেষের ভিতর থেকে উদ্ধার ৬ বছরের শিশু

নিউজ ডেস্ক; ২৪ নভেম্বর: কথায় বলে রাখে হরি মারে কে, ইন্দোনেশিয়ার ভয়ংকর ভূমিকম্পে অন্তত ২৭১ জনের মৃত্যু হয়েছে। তবে আশ্চর্যজনকভাবে দুদিন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছিল ৬ বছরের একটি শিশু। উদ্ধারকার্য বাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে বুধবার দিন।

প্রসঙ্গত ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার অন্তর্গত এলাকায় ভয়ংকর ভূমিকম্পের ফলে অন্তত ২৭১ জনের মৃত্যু হয়েছে।বিধ্বংসী ভূমিকম্পের ফলে বড় বড় ইমারত গুলি ধূলিসাৎ হয়ে যায়। উদ্ধার কার্য চালাচ্ছে উদ্ধার কার্যবাহিনী। উদ্ধার হওয়া শিশুটির মা ও দিদার মৃত্যু হয়েছে। একটি দেওয়ালের নিচে চাপা পড়েছিল শিশুটি, খাদ্য ও জল ছিল না, শ্বাস- প্রশ্বাস নেওয়া অনেক কষ্টজনক ছিল। কিন্তু তারপরেও সে বেঁচে থাকে, উদ্ধারকার্য চালানোর সময় শিশুটিকে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.